সিটিজেন চার্টার
পল্লী জীবিকায়ন প্রকল্প
বাংলাদেশ পল্লী ইন্নয়ন বোর্ড
বাঘা উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউবিসিসিএ) লিঃ
উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়
বাঘা, রাজশাহী।
এ কার্যালয় থেকে আপনি যে সব সেবা ও সহযোগিতা পেতে পারেন।
১।প্রাথমিক সমিতি (পূরুষ/মহিলা) গঠন, ঋণ গ্রহনে পরামর্শ প্রদান ও এতদসংক্রান্ত যাবতীয় তথ্য এবং ফরম
সরবরাহ।
২। সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পুজি গঠন।
৩। সমিতির সদস্যগনকে সরকারের দারিদ্র বিমোচন কর্মসূচীর অংশ হিসাবে উৎপাদন মুখী ও আয় বৃদ্ধি মূলক
কর্মকান্ডের জন্য সহজ শর্তে ঋণ (ক্ষদ্র ঋণ) প্রদান।
৪। সমিতি নিবন্ধনের পর দ্রত সদস্যদের ঋণ প্রদান করা হয়।
৫। সমবায়িদের উৎপাদিতপোন্য/শস্যের বাজার জাত করনের সুযোগ সৃষ্টি এবং ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা।
৬। নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশের সচেতনতা বৃদ্ধি। নারী নির্যাতনরোধ ও যৌতুক প্রথা নির্মুলে
সচেতনতা সৃষ্টিতে সহায়তা।
৭। সদস্যদের বয়স্ক শিক্ষা স্বাস্থ্য পুষ্টি ও পরিবারপরিকল্পনা ও ইত্যাদি বিষয়ে পরামর্শ সেবা।
৮। বৃক্ষ রোপন ও সেনিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকল্পে পরামর্শ ও সহযোগিতা।
৯। গ্রামীণ দরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়নের সহযোগিতা প্রদান এবং গ্রামীন নেতৃত্বের বিকাশ ও দেশের
অর্থনৈতিক উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠিকেসম্পৃক্ত করন।
১০। এই অফিসের কোন কর্মবর্তা/কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে উপজেলা প্রকল্প কর্মকর্তার নিকট উত্থাপন
করা হলে তার প্রতিকার করা হবে।
১১। উপজেলা বসবাসরত যে কোন ব্যক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে ও অফিস প্রতিশ্রুতিবদ্ধ।
১২। ঋণ বাবদ মজুরীকৃত সমুদয় টাকা বুঝে নিন। সমুদয় টাকা বুঝে না পেয়ে ঋণ বিতরনের সনদ পত্রে স্বাক্ষর
করবেন না।
আজই আপনি উপজেলা প্রকল্প কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পরিবর্তনের সুযোগ নিন। বি আর ডি আপনাদের সেবায় নিয়োজিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস